সকল মেনু

কলকাতায় দেখা যাবে ঢাকাই চ্যানেল, সর্বস্তরের সাধুবাদ

বাংলাদেশি চ্যানেলবিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পর পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো প্রদর্শনের সুযোগ পাচ্ছে সেখানকার ক্যাবল অপারেটররা। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।

বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শনে আইনগত কোনও বাধা নেই। গত বছর ভারত সরকারের এমন ঘোষণার পরও পশ্চিমবঙ্গের কোথাও দেখানো হয়নি বাংলাদেশি চ্যানেলগুলো। ঢাকা সফরে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুক্রবার পুনরায় সেই দাবি তোলা হয়। এসময় কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বাংলাদেশি চ্যানেল দেখানোর ব্যবস্থা করবেন বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গের ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলো। আইন লঙ্ঘিত হয়, এমন  কোনও চ্যানেল ভারতে প্রদর্শন করা যাবে না বলে জানান তারা।

তারা জানান, ‘বাংলা চ্যানেলগুলো যথেষ্ট চাহিদা আছে। বাংলা চ্যানেলগুলো চলতে কোনও অসুবিধা নেই। ভালো কোনও চ্যানেল যদি আসে পশ্চিমবঙ্গের লোকেরা অবশ্যই দেখবে। আমাদের কোনও আপত্তি নেই। ভারতীয় চ্যানেল গুলো বাংলাদেশে দেখানো হয়। এখানেও বাংলাদেশি চ্যানেলে প্রচুর চাহিদা রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে খুব সহজভাবেই পশ্চিম বঙ্গে বাংলাদেশি চ্যানেল দেখানো যায়।’

বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার করা হবে শুনে খুশি কোলকাতার দর্শকরাও। একে নতুন বছরের উপহার হিসেবে দেখছেন তারা।

পশ্চিমবঙ্গের দর্শকরা বলেন, ‘শুনলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বাংলাদেশি চ্যানেল পশ্চিম বঙ্গে দেখানো হবে। তাতে আমরা খুব খুশি। আমরা নতুন বিনোদন পাবো।’

কোলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে দেশি বিদেশি চ্যানেলের বিপণন করে থাকে তিনটি মাল্টি সিস্টেম অপারেটর প্রতিষ্ঠান। চ্যানেল দেখানোর ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষের কাছে ক্যারেজ চার্জ দাবি করে তারা। মোটা অঙ্কের এই অর্থ দেয়া না হলে মমতার ঘোষণার পরও বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার অনিশ্চয়তার মুখে পড়বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top