সকল মেনু

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

35th-bcs-circularবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরিবর্তিত হয়েছে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষার সময়সূচিও।
৬ মার্চ সকাল ৯ টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একই দিন বিকেল ৩টা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শনিবার বিকেলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান একরাম আহমেদ।
তিনি বলেন, হরতালের কারণে ৬ মার্চ সকালে দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বিসিএস পরীক্ষার কারণে এসএসসি পরীক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা পরীক্ষাটি বিকেলে নেব।
বৈঠকের বরাত দিয়ে পিএসসির এক সদস্য বলেন, এসএসসি পরীক্ষার একাধিক কেন্দ্রে বিসিএস পরীক্ষাও অনুষ্ঠিত হবে। একসঙ্গে দুটি পরীক্ষা গ্রহণ কোনভাবেই সম্ভব নয়। তাই তাৎক্ষণিক বৈঠকের মাধ্যমে পরীক্ষা পেছানো হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে বিভাগীয় সদর দপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top