সকল মেনু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পাঁচ ঘটনা

world_124507ক্রিড়া প্রতিবেদক : চলমান বিশ্বকাপে ‌‘এ’ গ্রুপে আগামীকাল গাব্বায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। এ ম্যাচের আগে পাঁচ উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো—
* বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ১৯ ম্যাচে ১৮ বার জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই ৯৪.৭ শতাংশ জয়ের বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ। জয়ের দিক বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে শীর্ষে রয়েছে পাকিস্তানের ৯৬.৯ শতাংশ।
* ২০১১ সালের এপ্রিলে ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৯৬ বলে শেন ওয়াটসনের অপরাজিত ১৮৫ রান ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ।
* ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার হাজার রান ক্লাবের সদস্য হতে ১০ রান দরকার তামিম ইকবালের। বাংলাদেশী প্রথম খেলোয়াড় হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। চলমান বিশ্বকাপে বুধবার আফগানিস্তানের বিপক্ষে চার হাজার রান পূর্ণ করেন তিনি।
* আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৫৪টির মধ্যে ৪৩ বল ছিল ডট।
* নিজ মাঠে গত ১০ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার গড় রান ছিল ২৭৪। যার মধ্যে ৯টিতে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top