সকল মেনু

হতাহতদের দায় স্বীকার করলেই সংলাপ’

নাশকতা-সন্ত্রাস বন্ধ করে বিগত দেড় মাসে হতাহতদের দায় স্বীকার করলে ২০ দলীয় জোটের সঙ্গে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় সংলাপের ব্যাপারে জাতিসংজ্ঞের উদ্যোগের বিষয়টিকে স্বাগত জানিয়ে একইসঙ্গে সন্ত্রাস এবং আলোচনা চলতে পারেনা বলেও জানান সুরঞ্জিত।
এদিকে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
বিএনপির সঙ্গে কোন জনসম্পৃক্ততা নেই বলে দাবি করে তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ঢাকা সফর, সীমান্ত ও তিস্তা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এদিকে, শিল্পকলা একাডেমিতে অপর এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপির কঠোর সমালোচনা করেন।
পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচাররের আওতায় আনার দাবিও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top