সকল মেনু

ঝড়ের শঙ্কায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ‘মার্শিয়াস’ ব্রিসবেনের ‍নিকটবর্তী কুইন্সল্যান্ড উপকূল দিয়ে বয়ে যেতে পারে- আবহাওয়া বিভাগের এমন পূর্বাভাসে ম্যাচটি মাঠে গড়ান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, টানা ভারী বর্ষণের প্রভাবে অস্ট্রেলিয়া দল বৃহস্পতিবার ইনডোরে অনুশীলন করতে বাধ্য হয়।
২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে ম্যাচটি মাঠে না গড়ালে গ্রুপ পর্বের নিয়ম অনুযায়ী উভয় দলকে সমান এক পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।
এ বিশ্বকাপে উভয় দলই একটি করে ম্যাচ খেলেছে। ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে শুভসূচনা করে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে মাশরাফি বিন মর্তুজার দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top