সকল মেনু

নাশকতায় অর্থ যোগানোর অভিযোগে খাদ্য পরিদর্শকক আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নাশকতাকারীদের অর্থ যোগান দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক খাদ্য পরিদর্শককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর খুলশী থানা পুলিশ জিয়াউল করিম তারেক (৩৮) নামের এই খাদ্য কর্মকর্তাকে গ্রেফতা করে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চলমান হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামুলক কর্মকান্ডে অর্থযোগানদাতা হিসেবে চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক জিয়াউল করিম তারেক জড়িত রয়েছে। ইতিপূর্বে গ্রেফতারকৃত নাশকতাকারীদের জিজ্ঞাসাবাদে জিয়াউল করিম তারেকের সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে নাশকতায় অর্থ যোগানোর অভিযোগে জিয়াউল করিমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top