সকল মেনু

রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ

রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশনিজস্ব প্রতিবেদক : আগামী রোববারের মধ্যে কামরুজ্জামানের ফাঁসির রায়ের সার্টিফায়েড কপি প্রস্তুত হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরের পনেরো দিনের মধ্যে রিভিউয়ের জন্য আপিল করা যাবে।

বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে আইনমন্ত্রী জামায়াত নেতা আবদুস সুবহানের ফাঁসির রায়েও সন্তোষ প্রকাশ করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘পুর্ণাঙ্গ রায় যখন বিচারপতিরা লিখে দেবেন ঠিক তখন থেকেই ১৫ দিন গণনা শুরু হবে। যেদিন সার্টিফায়েড কপির জন্য দরখাস্ত করা হবে সেই দিন সময় গণনা বন্ধ হয়ে যাবে। আবার সার্টিফায়েড কপি তৈরি করা হলে সময় গণনা শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা সাজাতেই আমাদের দেশের আইনের শাসনের ভীত শক্ত হয়। সব দিক বিবেচনায় আমরা এই রায়ে সন্তুষ্ট।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top