সকল মেনু

কলকাতার রাজনীতিবিদদের চোখে মমতার ঢাকা সফর

মমতাহট নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশ সফরের সময় তিস্তাসহ বিভিন্ন সমস্যার সুরাহার পথ তৈরি হবে – এমনটিই বলছেন তার সরকারের মন্ত্রীরা।

একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিও তার সফরকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে ২০১১ সালে মনমোহন সিংহের সফরসঙ্গী না হওয়ায় মমতার সমালোচনা করেছে রাজ্য কংগ্রেস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ১৯ই ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার এ সফরে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে তিস্তা, ছিটমহলসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি হবে বলে আশাবাদী তার সরকারের দুই মন্ত্রী।

পশ্চিমবঙ্গ নগর ও পৌর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ববি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুবই বাস্তববাদী। আশাকরি কথাবার্তার মাধ্যমে সব কিছুর সমাধান হবে।’

তিনি আরো বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এবার বাংলাদেশে যাচ্ছি এবং সেখানে মানুষের সঙ্গে দেখা হবে, যোগাযোগ হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব হবে আর সেই বন্ধুত্ব যেন আরো গাঢ় হবে সেই বিশ্বাস নিয়েই এবার বাংলাদেশে যাচ্ছি।’

পর্যটনমন্ত্রী পশ্চিমবঙ্গ ব্রাত্য বসু বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যেটুকু সমস্যা আছে আশা কথাবার্তার মাধ্যমে তা মিটিয়ে ফেলা যাবে।’

এদিকে, রাজ্যে বিরোধী দল বিজেপিও মমতার এ সফরকে ইতিবাচকভাবেই দেখছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সভার সদস্য ও শীর্ষ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চাই, যেন দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্য হয়। যেন এই বন্ধুত্ব অটুট থাকে তাই চাই।’

তবে, পশ্চিমবঙ্গ কংগ্রেস, মমতার সফর নিয়ে আগাম কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকছে। একই সঙ্গে মমতাকে আগামীতে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করারও পরামর্শ দিয়েছে কংগ্রেস।

পশ্চিমবঙ্গ কংগ্রেস সহ-সভাপতি দেবব্রত বসু বেণু বলেন, ‘আজকে যাচ্ছেন কেন সেটাও বুঝতে পারছি না। ভাষা দিবসে তিনি যেতেই পারেন কিন্তু এর পরেই আবার যখন নতুন প্রধানমন্ত্রী আসবেন তখন তার সঙ্গে আবার যাবেন না। এই বিষয়টি খুব অদ্ভুত ভাবে আমাদের চিন্তিত করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভুলটি কেন?’

তিনি আরো বলেন, পরে যখন আবার নতুন প্রধানমন্ত্রী আসবে তখন দেখবো তিনি অন্যান্য সমস্যাগুলো সমাধান করেন কিনা।

এর আগে ২০১১ সালে সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর সঙ্গী হওয়ার কথা থাকলেও সেসময় বাংলাদেশে আসেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মনমোহনের সফরের আগে তিস্তা আর ছিটমহল সমস্যা সমাধান নিয়ে বাংলাদেশিদের মনে যে আশার সঞ্চার হয়েছিলো তা ভেস্তে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top