সকল মেনু

সংলাপ নিয়ে জাতিসংঘের চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের চিঠিতে সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘সংলাপের বিষয়ে জাতিসংঘ থেকে কোনো চাপ নেই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘চিঠিতে বর্তমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। পরবর্তী নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।’

উল্লেখ্য, জাতি সংঘ মহাসচিবের চিঠি প্রদানের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন গুঞ্জন চলছিলো। এরই মধ্যে বিষয়টি খোলাসা করেন শাহরিয়ার আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমরা কিছুদিন ধরেই শুনছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে দুই সপ্তাহ দেরিতে চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। বিষয়টির কারণ অনুসন্ধানে জাতিসংঘে নিযুক্ত আমাদের প্রতিনিধিকে খতিয়ে দেখতে বলা হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top