সকল মেনু

নীলফামারীতে আলু নিয়ে বিপাকে কৃষক- ব্যবসায়ীরা

Potetoমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার চাষীরা আলু চাষ ও সংরক্ষন করে প্রতিনিয়তই লোকসানের মুখে পড়েছেন। নীলফামারী জেলায় প্রায় ২০টি হিমাগারে প্রায় লাখ টন আলু সংরক্ষন করা যায়। প্রতি বছর আলু চাষ ও হিমাগারে আলু সংরক্ষন করে ক্ষতির মুখে পড়েন কৃষক। গত বছর মজুদ করা আলুর মূল্য ছিল প্রায় ৪শত কোটি টাকা। এবার আলু সংরক্ষন করতে ভয় পাচ্ছে ব্যাবসায়ীরা। গত বছরের ক্ষতি এখোনো পুষিয়ে উঠতে পারেনি। বর্তমানে যারা আলু কিনছেন তারা পরেড়ছন চিন্তায়। কারন আলুর দাম কমছে আর বাড়ছে লোকসানের পরিধি। নীলফামারী জেলার গ্রামে-গঞ্জে বর্তমানে আলু  ২ থেকে ৩টাকা কেজি বিক্রি হচ্ছে। এই অবস্থায় চললে কৃষকের মাথায় হাত উঠবে। তারা এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন সেই চিন্তাই করছেন। জলঢাকার কৈমারীর গাবরোল হাজীপাড়ার কৃষক ও জলঢাকা বারী মার্কেটের মালিক জ্ান্নাতুল ফেরদৌস মানিক বলেন, ২৫-৩০হাজার টাকা বিঘা প্রতি খরচে আলু চাষ করি। কিন্তু ফসল ভালো হলেও এখন বাজারের যে অবস্থা তাতে লাভের চাইতে লোকসানই গুনতে হচ্ছে বেশী। ডাউয়াবাড়ী বড় বাঁধ এলাকার কৃষক শাহ আলম বলেন, প্রতি বছরের চেয়ে এ বছর আলুর ফলন ভাল হয়েছে। কিন্তু আলুর দাম কমে যাওয়ায় দাদন ব্যবসায়ীদেও কাছ থেকে নেওয়া অর্থ পরিশোধ করবো কি ভাবে তা নিয়ে চিন্তায় আছি। তাছাড়া পরিবার তো আছে । আলু ব্যবসায়ী সোলায়মান জানান, এ মৌসুমে ৫০লাখ টাকার আলু ক্রয় করে এখন বাজারের যে অবস্থা তাতে মনে হয় ৫লাখ টাকা লোকসান হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top