সকল মেনু

‘বাংলাদেশের সমস্যা এদেশের মানুষকেই সমাধান করতে হবে’

মার্শা ব্লুম বার্নিকাটনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনৈতিক সমস্যা এদেশের মানুষকেই সমাধান করতে হবে। বন্ধু রাষ্ট্র হিসেবে সহযোগিতা চাইলে তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। গুলশানের আমেরিকান সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে একথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

তিনি আরও বলেন, এদেশের বিশেষ কোনো দল বা গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের দুর্বলতা নেই। অপর এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ পূর্ণ গণতন্ত্র ভোগ করছে।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উদ্বেগজনক। এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ কোন অনুরাগ নেই।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র শক্তিশালী ভূমিকা রাখছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top