সকল মেনু

যারা নিরিহ মানুষদের পুড়িয়ে মারছে, তারা দেশের মঙ্গল চায় না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী (2)নিজস্ব প্রতিবেদক : যারা মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে, তারা কখনো দেশের উন্নয়ন চায় না- এমন মন্তব্য করে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হরতাল-অবরোধে নামে বিএনপি-জামায়াত দেশজুড়ে নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যা করছে তাদের বর্বরোচিত খণ্ডচিত্র নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যারা স্বজন হারিয়েছেন, তাদের যন্ত্রণা আমি বুঝি।  যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের এ যন্ত্রণা যাবে না।  একুশে আগস্ট আমাদের রাজনীতিবিদদের ওপর হামলা চালানো হয়েছে।  কিন্তু এখন রাজনীতিবিদ ছাড়াও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে’।

তিনি আরও বলেন, ‘আমরাও আন্দোলন করেছি।  জনগণকে নিয়ে আন্দোলন করেছি।  মানুষকে কষ্ট দেইনি, পুড়িয়ে মারিনি।  ২০০১ সালের নির্বাচনের পরও নৃশংস বর্বরতা, মানুষ হত্যার উৎসব করেছে বিএনপি-জামায়াত।  সেইসব সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে গেছে।  তারা আবারও সাধারণ মানুষের ওপর নারকীয় হামলা চালাচ্ছে। ‘

এ সময় পেট্রোল বোমাবাজদের ধরে, তাদের শাস্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আগুনে পোড়া স্বজনহারারা আকুতি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top