সকল মেনু

বিচারক চেয়ে আইনজীবীদের সংবাদ সম্মেলন

ঢাকা জজ আদালতআদালত প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক চেয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা আইনজীবী সমিতি। গতকাল  সমিতির সভাপতির কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এরআগে গত ২৫ জানুয়ারি ঢাকার জজ আদালতে সরস্বতী পূজামন্ডপ পরিদর্শনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) এলে আইনজীবী সমিতির সভাপতি মো.মহসীন মিয়া ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক দেওয়ার দাবি করেন। এরআগে গত ৫ ডিসেম্বর  ঢাকা মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মো. জহুরুল হক অবসরে গেলে সেই থেকে পদটি শূন্য রয়েছে। তবে বর্তমানে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ভারপ্রাপ্ত বিচারক হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করছে। আইনজীবীদের দাবি, ঢাকা মহানগর দায়রা জজ আদালত বাংলাদেশের একটি অন্যতম আদালত। এই আদালতে অনেক গুরুত্বপূর্ণ মামলা বিচারের অপেক্ষায় বছরের পরে ঝুলে আছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন করে মামলার সংক্ষা বেড়েই চলছে এই আদালতে। কিন্তু একজন ভারপ্রা বিচারক তার নিজ আদালতে কার্যক্রশ শেষ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পর্যপ্ত সময় দিতে পারছেন না। এ কারনে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। এ কারণে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে গণমাধ্যমের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ঢাকা আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন জসীমসহ কার্যকারী কমিটির অন্য সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top