সকল মেনু

ক্যারিবিয়দের হতাশ করে আয়ারল্যান্ডের জয়

83010_irland221721ক্রিড়া প্রতিবেদক : আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এর তৃতীয় দিনেই বড় চমক দেখলো ক্রিকেট বিশ্ব।  ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হেসে খেলেই জিতে গেল আয়ারল্যান্ড।  ও. ইন্ডিজের বিপক্ষে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।

পোর্টারফিল্ড ও স্টারলিং- এর দারুণ শুরুর পর, অ্যাড জয়েস ও নেইল ও ব্রায়েনের চমৎকার নৈপুণ্যে অসাধারণ এক জয় তুলে নিয়ে নিজেদের সক্ষমতার জানান দেয় ইউরোপের এ দলটি।

দলের ৭১ রানে পোর্টারফিল্ডের উইকেটের পর জয়েস ও স্টারলিং দলের রানের চাকা দ্রুত এগিয়ে নেন।  স্টারলিং সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৪ বলে ৯২ করে দলীয় ১৭৭ রানে স্যামুয়েলস এর বলে উকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।  এরপর, নেইল ও. ব্রায়েন জয়েসের সঙ্গে উইকেটে যোগ দিয়ে রানের চাকা দ্রুত এগিয়ে নিয়ে যান।  জয়েস ৬৭ বলে ৮৪ রানে টেইলরের বলে আউট হলেও দল ততক্ষণে নিরাপদ সংগ্রহে পৌঁছে যায়।

শেষ দিকে ব্যালবিরনি ও গ্যারি উইলসনের উইকেট হারালেও জন মুনিকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি নেইল ও. ব্রায়েনকে।  দর্শকরা আরও দ্রুত জয়ের আশা করলেও পর্যাপ্ত বল হাতে থাকায় আর কোনো উইকেট খোয়াতে চাননি ব্রায়েন-মুনি জুটি।  শেষ পর্যন্ত নেইল ও. ব্রায়েন ৭৯ ও জন মুনি ৬ রানে অপরাজিত থাকেন।।

এর আগে, সোমবার বিশ্বকাপ ক্রিকেট-২০১৫’র পুল বি এর ম্যাচে নিউজিল্যান্ডের নেলসনে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।  বাংলাদেশ সময় ভোর ৪টার শুরু হওয়া এ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক্যারিবিয়রা।  ওপেনার স্মিথ ১৮ রানে সাজ ঘরে ফিরলেও, আরেক ওপেনার গেইলের ব্যাট থেকে আসে ৩৬ রান।  তবে ডকরেলের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পরে ক্যারিবিয়রা।

ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে।  লেন্ডল সিমন্সের ব্যাটে চড়েই শুরুতে হোঁচট খাওয়া ক্যারিবীয়দের বড় সংগ্রহ অর্জনটা সম্ভব হয়েছে।  সিমন্স ৮৪ বলে ১০২ রান করেছেন।  এছাড়া, ড্যারেন স্যামি ৬৭ বলে ৮৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

আয়ারল্যান্ডের ডকরেল ১০ ওভারে ৫০ রান দিয়ে ও. ইন্ডিজের ৩ উইকেট তুলে নেন।

ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এ দলটি আরও একটি অঘটনের জন্ম দিল ক্যারিবিয়দের বিশ্বকাপের শুরুটা পণ্ড করে দিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top