সকল মেনু

সহিংসতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান প্রজন্ম-৭১’র

প্রজন্ম-৭১'রনিজস্ব প্রতিবেদক : চলমান সহিংসতা বন্ধে সরকারকে আরো কঠোর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম-৭১।

রোববার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সংলগ্ন সড়কে আয়োজিত এক মানববন্ধনে তারা এই আহ্বান জানান।

এসময় যারা নাশকতা চালাচ্ছে তাদের অশুভ শক্তি আখ্যা দিয়ে তারা দাবি করেন- সংলাপ নয় বরং জরুরি হয়ে পড়েছে নৃশংসতা বন্ধ করা।

রোববার বিকেলে প্রজন্ম-৭১’র সাথে একাত্মতা ঘোষণা করে বেশ কয়েকটি সংগঠন অংশ নেয় এই মানববন্ধনে। সেখানে উপস্থিত শহীদ সন্তানেরা অভিযোগ করেন- ক্ষমতায় যাবার ষড়যন্ত্রে গণতন্ত্রকে পূঁজি করে মানুষ হত্যায় মেতেছে ২০ দলীয় জোট।

গণতন্ত্র রক্ষার নামে বর্তমানে দেশে যে নৈরাজ্য চলছে তা সম্পূর্ণ মানবতাবিরোধী কর্মকাণ্ড বলেও দাবি করেন তারা।

এসময় সহিংসতা বন্ধ না করে, সংকট নিরসনে নাগরিক সমাজ সংলাপের যে উদ্যোগ নিয়েছে তা ‘ছেলে ভোলানো’ পদক্ষেপ বলেও তার কঠোর সমালোচনা করেন শহীদ স্বজনেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top