সকল মেনু

চট্টগ্রামে পুলিশের গাড়িতে শিবিরের হামলা গুলিবিদ্ধ ৪

 রোমান শেখ, চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের টহল গাড়িতে একদল শিবির কর্মীরা হামলা চালিয়েছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে এক শিবির কর্মী নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো চার শিবির কর্মী। এদের সবাইকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুলিতে নিহত শিবির কর্মীর নাম মো. আরিফ (২৩)। তিনি সীতাকুন্ড থানার শেখেরহাট এলাকার মো. জয়নালের পুত্র। শনিবার রাত সাড়ে নয়টার দিকে জেলার সীতাকুন্ড থানার নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশিয় এলজি, তিনটি এলজি’র কার্তুজ, ১০টি ককটেল ও দুইটি পেট্রলবোমা উদ্ধার করেছে। আহতরা হলেন- সোহেল (২৫), রুবেল (২০), নুরুল হাদীস (২২) ও পারভেজ (২০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সীতাকুন্ড থানার ওসি — জানিয়েছেন, নিয়মিত টহলের একটি অংশ হিসাবে শনিবার রাতেও আমাদের পুলিশের একটি দল নুনাছড়া এলাকায় টহল দেওয়া অবস্থায় শিবিরের ১০-১২ জন নেতাকর্মী আকাষ্মিক পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ তাদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এক শিবির কর্মী নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেও পাশের একটি শীম ক্ষেত থেকে আরো চার জনকে আটক করা হয়। এদের কাছ থেকে দেশিয় অস্ত্র, কার্তুজ, ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচজনকে হাসপাতালে আনা হলে আরিফ নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সীতাকুন্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, নুনাছড়া এলাকায় ১০-১২ জন শিবিরকর্মী জড়ো হয়ে পুলিশের টহল গাড়িতে হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। তাদের কাছ থেকে অস্ত্র, কার্তুজ, ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top