সকল মেনু

২০ ফেব্রুয়ারি শান্তির সপক্ষে ১৪ দলের গণমিছিল

১৪ দলের গণমিছিলরাজনৈতিক প্রতিবেদক : আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শান্তির সপক্ষে গণমিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে বক্তব্য রাখেন দলটির মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় তিনি বলেন, মানুষের কাছে হরতাল এখন তামাশায় পরিণত হয়েছে এবং খালেদা জিয়ার ডাকা এ হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেত্রীর আহ্বানে সাড়া দেয়া তো দূরের কথা, হরতাল-অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে। কারণ সবকিছু স্বাভাবিক ঢাকাসহ সারাদেশে দোকান-পাট খোলা আছে, সরকারি অফিসও খোলা।’

তিনি আরও বলেন, ২০১৩ সালেও নির্বাচন ঠেকানোর জন্য তারা এ কাজটি করেছিল, পারেনি ব্যর্থ হয়েছে। এখনও জামায়াতকে রক্ষা করার জন্য এ কাজটি তারা চালিয়ে যাচ্ছে। একাত্তরের ঘাতকদের বিচার ইনশাল্লাহ সম্পন্ন হবে। তাদের কোনও এজেন্ডাই বাস্তবায়ন হবে না। খুনি, বোমাবাজদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top