সকল মেনু

পাকিস্তান নির্বাচনে অযোগ্য মোশাররফ

পাকিস্তান নির্বাচনে অযোগ্য মোশাররফআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণা করেছে দেশটির এক আদালত। শনিবার সিন্ধু উচ্চ আদালত এ আদেশ দেন।

আদালত জানান, সংবিধানে বর্ণিত নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারেননি মোশাররফ। এর আগে ২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে মোশাররফের অংশ নেয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছিলো দেশটির নির্বাচন কমিশন।

২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে স্বেচ্ছা নির্বাসনে বিদেশে চলে যান মোশাররফ। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে অংশ নিতে দেশে ফিরলে বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি জামিনে আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top