সকল মেনু

পেট্রোল বোমা হামলায় শিবিরকর্মীর জবানবন্দি

পেট্রোল বোমা হামলায় শিবিরকর্মীর জবানবন্দিগাইবান্ধা প্রতিনিধি : গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নারী-শিশুসহ ৮ জন নিহত হওয়ার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া শিবিরকর্মী তাসকিনুল ইসলাম স্বপন।

গত ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ওই হামলার পরিকল্পনা ও হামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেন। শিবিরকর্মী স্বপন তার স্বীকারোক্তিতে শিবিরকর্মী মঞ্জিল মোর্শেদ, আবদুর রহমান মাস্টার ও তার নেতৃত্বে ৩টি দল ওই নাশকতায় অংশ নেয় বলে জানায়।

গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সদরের শিবপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বপনকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top