সকল মেনু

‘রাজনৈতিক অস্থিরতায় জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই’

'রাজনৈতিক অস্থিরতায় জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই'রাজনৈতিক প্রতিবেদক : দেশব্যাপী চলমান সহিংসতায় ক্রমেই জটিল হচ্ছে রাজনৈতিক সংকট। তবে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ বা জরুরি অবস্থা জারির মতো কোনো সম্ভাবনা নেই। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ত্যাগ করলে, বিএনপির সাথে আলোচনা হতে পারে, এমনটি জানালেও তা নাকচ করেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  তার মতে, বিএনপির সাথে সংলাপে কোন সফলতা আসবে না।

টানা অবরোধ আর দফায় দফায় হরতালের নামে সহিংসতায় জ্বলছে দেশ। সাধারণ মানুষ রাজনৈতিক সহিংসতার বলি হলেও প্রধান দু’টি রাজনৈতিক দল রয়েছে অনড় অবস্থানে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু বিএনপি-জামায়াত চক্র তাতে ব্যর্থ হয়েছে। অফিস-আদালত, ব্যাংক সবই চলছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের দেশে যা চলছে, একে রাজনীতি বলা যায় না; এটি সহিংসতা, নাশকতা, সন্ত্রাস। দেশে মৃত্যু উপত্যকা তৈরি করা হয়েছে।’

তবে, সংকট নিরসনে বিভিন্ন মহল থেকে সংলাপের দাবি উঠলেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে।

এ ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সহিংসতা ও আলোচনা একসঙ্গে চলে না, তবে সংলাপ গণতন্ত্রের একটি চলমান প্রক্রিয়া- এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘সবাই যে বলে- সংলাপ চাই, সংলাপ চাই, এটা বলার জন্যই বলে।  নির্বাচনের আগে টানা কয়েক দিন আলোচনা হয়েছে, কিন্তু তার ফলাফল শূন্য।’

চলমান রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় তারা নাকচ করলেন জরুরি অবস্থা জারিরও।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ ধরণের কোনো চিন্তাই করি না আমরা।  বর্তমান আইন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করে যাব।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সাংবিধানিক সরকারের প্রতিটি কাজই বিধিসম্মত, তাই আইন অনুযায়ী সবকিছু চলবে।’

জাতীয় ঐকমত্যের সরকার গঠনের মতো কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top