সকল মেনু

হরতালে পিছিয়ে যাওয়া এসএসসি: আজ চতুর্থ পরীক্ষা

আজ চতুর্থ পরীক্ষানিজস্ব প্রতিবেদক : অবরোধের মধ্যেই হরতালের কারণে পিছিয়ে যাওয়া এবারের এসএসসি, দাখিল ও সমমানের চতুর্থ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। সারাদেশের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। এছাড়া, বিদেশের ৮টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা চলবে। আজ এসএসসিতে ইংরেজি ২য় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার কথা থাকলেও হরতালের কারণে তা পিছিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে।

অবরোধের মধ্যেই ২০ দলীয় জোট হরতাল ডাকায় আগের তিনটি পরীক্ষাও পরবর্তিত সময়সূচী অনুযায়ী শেষ হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top