সকল মেনু

পরীক্ষা সকাল-বিকাল নেয়া হবে না: শিক্ষামন্ত্রী

41235_1নিজস্ব প্রতিবদেক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতালের কারণে কয়েক দফায় পেছানো হলেও এসএসসি পরীক্ষা সকাল-বিকাল দু’টি করে নেয়া হবে না।

শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা জানান।
২০ দলীয় জোটের হরতালের কারণে পিছিয়ে দেয়া গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে শুক্রবার।

মন্ত্রী বলেন, সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেয়া হবে না। এটা গুজব, আপনারা এই গুজবে কান দেবেন না।
নুরুল ইসলাম নাহিদ বলেন, গায়ের জোরে পরীক্ষা নেব সেই শক্তি আমাদের নেই। আর শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সব থেকে বড়।

এর আগে হরতালের কারণে এসএসসি ও সমমানের গত ২, ৪, ৮, ১০ ও ১২ই ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top