সকল মেনু

তাইওয়ানে কারাগারে জিম্মি নাটক, ৬ বন্দীর আত্মহত্যা

41154_1আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের একটি কারাগারে কারাবন্দিদের আত্মহত্যার মধ্য দিয়ে ১৪ ঘণ্টার জিম্মি নাটকের অবসান ঘটেছে। বন্দিরা কারাগারের অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করলে বৃহস্পতিবার পুলিশ কারাগারটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। খবর এএফপি’র।

বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোয়াশিউংয়ের একটি কারাগারের ছয় বন্দি অস্ত্র লুট করে এক কারা তত্ত্বাবধায়ক ও এক রক্ষীকে জিম্মি করে। এই ছয় বন্দির সকলেই পরে আত্মহত্যা করে।
এসব বন্দি হত্যা, মাদকসহ বিভিন্ন বড় অপরাধের দায়ে সাজা ভোগ করছিল। তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দিরা কারাগারের অব্যবস্থাপনাসহ তাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি অভিযোগ করে তাদের সাজার বিরুদ্ধে প্রতিবাদ করছিল।

পুলিশ পুরো কারাগারটিকে চারদিক থেকে ঘিরে রাখে। জিম্মিরা অক্ষত রয়েছে। কর্তৃপক্ষ জানায়, সেখানে ২৫০ জনেরও বেশি পুলিশ ছিল।
তাইওয়ানের কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সাড়ে চারটার দিকে কারাগারের ছয় বন্দি অসুস্থ হওয়ার ভান করে দুই রক্ষীর অস্ত্র কেড়ে নিয়ে তাদের জিম্মি করে।

তারা রক্ষীদের অস্ত্রভাণ্ডারে নিয়ে যেতে বাধ্য করে। সেখান থেকে তারা চারটি রাইফেল, ছয়টি বন্দুক ও ২শ রাউন্ড গুলি লুট করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top