সকল মেনু

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাতনিজস্ব প্রতিবদেক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে চলমান সহিংসতার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়উডন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, পেট্রোল বোমায় জনগণকে পুড়িয়ে মারা বর্বরতা এবং এ ধরনের কাজ বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে আনবে না।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়উডন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যা করছে তা রাজনীতি নয়। তারা আইএস’র মত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তাদের হাত থেকে নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না। পরে ইইউ রাষ্ট্রদূত যে কোন সহিংসতার বিপক্ষে তাদের অবস্থানের কথা তুলে ধরেন এবং আবারো সংলাপের আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top