সকল মেনু

সহিংসতা পরিহারের আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

47364নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্বার্থে সহিংসতা পরিহার করে সব দলকে মতৈক্যে পৌঁছানোর তাগিদ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

গত ৩ জানুয়ারি গুলশানে অবস্থানের পর থেকে বেগম জিয়ার সাথে এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক বৈঠক করলেন। বিকেল ৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেগম জিয়ার কার্যালয়ে আসেন গিবসন।

এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে গিবসন সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বেগম জিয়াকে সমবেদনা জানিয়েছি, পাশাপাশি দেশব্যাপী যে সহিংসতা চলছে তা নিয়েও কথা বলেছি, সহিংসতা পরিহারে সব রাজনৈতিক দলকে সমঝোতায় আসারও তাগিদ দিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top