সকল মেনু

চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল আটক

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে এমভি বন্ধন-৭ নামের একটি যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। কোস্টগার্ড জানায়, আটককৃত জাল বুধবার সকালে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতীরে পুড়িয়ে ফেলা হয়। এমভি বন্ধন-৭ নামের লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের মেঘনা নদী হয়ে ভোলার বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লঞ্চ থেকে এসব জাল আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top