সকল মেনু

সার্কভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সার্কভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সার্কভুক্ত নেপাল, ভুটান ও মালদ্বীপের তথ্য ও যোগাযোগমন্ত্রীরা।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক বসেন নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী ডা. মিনেনদ্যা রিজাই। পরে প্রধানমন্ত্রীর সাথে আরো বৈঠক করেন ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ইয়নপো ডি এন ডুহুংইয়েল এবং মালদ্বীপের উপ স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ সিদ্দিক। বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশে অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন সার্কভুক্ত দেশের মন্ত্রীরা।

বাংলাদেশে পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্ত:যোগাযোগ বৃদ্ধি ও দরিদ্রতা দূরীকরণে একত্রে কাজ করার প্রতি জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top