সকল মেনু

জাতীয় পর্যায় সম্মাননা পাওয়ায় খুলনা শিপিয়ার্ড কে নর্দান ইউনিভার্সিটির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : Final pictureনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ খুলনা ক্যাম্পাস উদ্যোগে দুপুর ১২টায় ইউনিভার্সিটির লাইব্রেরী অডিটরিয়ামে জাতীয় পর্যায় সম্মাননা পাওয়ায় খুলনা শিপিয়ার্ড কে
সংবর্ধনা দেন। এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপিয়ার্ড এর ম্যানেজিং ডিরেক্টর কমোডর এস এরশাদ আহমেদ,  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্জ প্রফেসর ডঃ আনোয়ারুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আমিনুর রহমান, জেনারেল ম্যানেজার (এ্যাডমিন), খুলনা শিপিয়ার্ড, খুলনা, কমান্ডার এ. এম রানা, ডেপুটি জেনারেল ম্যানেজার (এ্যাডমিন), খুলনা শিপিয়ার্ড,খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ খুলনা ক্যাম্পসের ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমদাদুল হক, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপকও সহকারী প্রক্টর মোঃ রবিউল ইসলাম সহ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন নর্দান  ইউনিভার্সিটি ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপক এম মনিরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন – অবারিত সুযোগ ও সম্ভাবনার দেশ সবুজে ঘেরা এ বাংলাদেশ। । খুলনা শিপিয়ার্ড যথাযোগ্য অধুনিক কলা-কৌশল ব্যবহার করে অত্যাধুনিক জাহাজ নির্মান করে দেশ ও বিদেশে বাংলাদেশকে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এশিল্পে বৈদাশিক মূদ্রা অর্জনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। খুলনা শিপিয়ার্ড এক অনন্য শিল্প যা ইতি মধ্যে জাতীয় ভূমিকা পালনকরছে। এ প্রতিষ্ঠানটি গত বছরে ৪৭.৬০ কোটি টাকা মুনাফা অর্জন করে। বিগত শেষ চার বছর রাজস্ব ট্যাক্স প্রদানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নাম লেখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top