সকল মেনু

নাশকতা বন্ধ হলে আলোচনা : হানিফ

82583_984554রাজনৈতিক প্রতিবেদক : বর্তমান সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নাশকতা বন্ধ করলে  চলমান সঙ্কট নিরসনে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সোমবার বেলা ১২টায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, ‘আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সংলাপের কথা বলে আসছে। আমি তাদেরকে বলবো বর্তমান সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগে বিএনপি-জামায়াতকে চাপ সৃষ্টি করুন। তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য।’

হানিফ বলেন, ‘তারা যদি এ কর্মকাণ্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সঙ্কট হচ্ছে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া। এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসের জন্য?’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি বর্তমান সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এ কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সম্ভব। তাই করতে আমরা বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, এর আগে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক অনুষ্ঠানে হানিফ বলেন, ‘কথা দিলাম ৭ দিনের মধ্যে দেশের চলমান সহিংস কর্মকাণ্ড বন্ধ হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দলের নেতা আব্দুর রাজ্জাক, ফরিদুন্নাহার, হাবিবুর রহমান সিরাজ, বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, এনামুল হক শামীম, সুজিত নন্দি রায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top