সকল মেনু

বর্ধমান বিস্ফোরণ: ৭ দিনের রিমান্ডে লাদেন

বর্দমানআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত মোফাজ্জল আলি ওরফে লাদেনকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ।

শুক্রবার সন্দেহভাজন জঙ্গি মোফাজ্জলকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। এদিন আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতীয় গণমাধ্যগুলোর দাবি, মোফাজ্জল জামায়াত ইসলামের পশ্চিমবঙ্গ শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করছিল। গত বছরের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুই কথিত বাংলাদেশির মৃত্যু হয়।

এরপর এনআইএ’র তদন্তে বের হয়ে আসে, বর্ধমানে বসে জঙ্গিদের বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করার মতো স্পর্শকাতর নানা তথ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top