সকল মেনু

তিন চীনা নাগরিককে হত্যা করল আইএস

82395_777আন্তর্জতিক ডেস্ক : পক্ষ ছাড়ার কারণে চীনের তিন নাগরিককে হত্যা করেছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসীগোষ্ঠী আইএস। কুর্দি একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, গত সেপ্টেম্বরের দিকে সিরিয়ায় একজন চীনা নাগরিককে আইএস আটক করে এবং কথিত বিচারের পর তাকে হত্যা করেছে তারা। আইএস’র বিষয়ে মোহভঙ্গের পর চীনের ওই নাগরিক পক্ষ ছেড়ে তুরস্কে ফেরার চেষ্টা করলে তাকে চূড়ান্তভাবে হত্যা করা হয়।

চীনের অন্য দুই নাগরিককে গত ডিসেম্বর মাসে ইরাকে গলা কেটে হত্যা করেছে আইএস সন্ত্রাসীরো। সে সময় তাদের সঙ্গে আরো ছয়টি দেশের ১১ জনকে হত্যা করা হয়। সন্ত্রাসীরা এসব হতভাগ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ এনেছিল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চীনের প্রায় ৩০০ নাগরিক সিরিয়া ও ইরাকে আইএস’র পক্ষে লড়াই করছে। এদের বেশিরভাগই সিনজিয়াং প্রদেশে থেকে এসেছে। সিনজিয়াং পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী একটি প্রদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top