সকল মেনু

ট্রেড লাইসেন্স ও নিবন্ধন না থাকায় তিনটি কোচিং সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের : আটক ১

রংপুরইকবাল হোসেন, রংপুর : রংপুর ডিসির মোড় ও কেরানীপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগোনাল, জাহিদ, নব পাঞ্জেরী নামে তিনটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে। এসময় একজনকে আটক করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তিকে মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রম্যমান আদালত। বৃহষ্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট রাশেদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সহকারী সচিব আসাদুজ্জামান নুর, প্রধান লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আলী, লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান রাফি, সহকারী লাইন্সেস পরিদর্শক মাসুদ হাসান  প্রমুখ ।
ভ্রাম্যমান আদালতের অভিযান প্রসঙ্গে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন কোচিং সেন্টারগুলো  ট্রেড লাইসেন্স ও নিবন্ধন  না করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top