সকল মেনু

বঙ্গবন্ধু গোল্ডকাপ: ফাইনাল খেলার প্রতিশ্রুতি বাংলাদেশ দলের

ক্রিড়াক্রিড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনালের পর এবার দেশবাসীকে ফাইনালে খেলার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। টুর্নামেন্টে স্বাগতিক দেশ হিসেবে তাদের ফাইনাল খেলা উচিত বলেও মনে করেন দেশ সেরা এই মিডফিল্ডার।

পাশাপাশি, থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের কৌশল কি হতে পারে? বুধবার দলের অনুশীলন শেষে তা নিয়েও কথা বলেন বাংলাদেশের অধিনায়ক।

বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী সবগুলো দেশেরই বিভিন্ন বয়স ভিত্তিক দল অংশ নিচ্ছে। তার মধ্যে শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় বাংলাদেশই এখন একমাত্র দল, যাদের জাতীয় দল সেমিফাইনাল খেলছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা বাংলাদেশ নিজেদের ঘরেই রাখবে মামুনুল জাহিদরা। এমন স্বপ্ন বুনছে দেশের ফুটবল প্রেমীরা। সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগররা সেমিফাইনালে জায়গা করে নেয়ার পর এবার প্রতিশ্রুতি দিলেন ফাইনালের মঞ্চে খেলার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আমরা এখন ফাইনালের দিকে তাকিয়ে আছি। আশা রাখি জিততে পারবো।’ প্রতিপক্ষের ডিফেন্স ভেঙ্গে আমরা জয় ছিনিয়ে আনতে চাই।’

সেমির পরিকল্পনায় বেশ কৌশল আঁটছে স্বাগতিকরা। থাইল্যান্ডের মাঝমাঠ শক্তিশালী হওয়ায়, তাদের বিপক্ষে দুই উইং দিয়ে আক্রমণে যাবার ইচ্ছা। সেক্ষেত্রে লাল সবুজের কোচ ডি ক্রুইফের প্রধান অস্ত্র জাহিদ ও সোহেল রানা। সেই সাথে খেলা নির্ধারিত সময়ে শেষ না হলে খেলা গড়াবে পেনাল্টি শ্যুট-আউটে। তখন কি করনীয় হতে পারে? সে বিষয়েও অনুশীলনে নিজেদের ঝাঁলিয়ে নিলেন লাল-সবুজের জার্সীধারীরা।

কৌশল যেমনই হোক। এমিলি-মামুনুলদের কথা রাখতে হলে সেমিফাইনালে টপকাতে হবে ফুটবলীয় শক্তিতে এগিয়ে থাকা থাইল্যান্ড বাধা। মাঠের অনুশীলনে আপাতত সেই অংকই কষছে ডি-ক্রুইফের শীষ্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top