সকল মেনু

রাজনৈতিক সঙ্কট নিরসনে ইসির করণীয় কিছু নেই : সিইসি

ECনিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, আমরা দেশের মাথাও নই, অঙ্গও নই, রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এখানে ইসির করণীয় কিছু নেই। ইসির দায়িত্ব ও কাজের পরিধির ব্যাপারে সংবিধানে বলা আছে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেই, কিন্তু তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে। তারা সে ভাবে চলে।

যদি মধ্যবর্তী নির্বাচন করতে হয় তাহলে ইসি প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনকে সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে হয়। যেমন- এখন যদি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা জটিলতা নিরসন সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ করা হয় তাহলে আমাদের নির্বাচন করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top