সকল মেনু

‘সন্ত্রাস বন্ধ করলেই সংলাপ হতে পারে’

ইকবালনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসের কাছে নতি স্বীকার করে, কোনো দলের সাথে সংলাপ নয়। সন্ত্রাস বন্ধ হলেই কেবল সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বুধবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে চলমান সহিংসতার বিরুদ্ধে পেশাজীবী সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনীতির নামে সরকার সন্ত্রাস প্রতিরোধ করার চেষ্টা করছে বলেও জানান তিনি। এসময় বিএনপির জ্বালাও পোড়াওকে হিটলারের গ্যাস চেম্বারের সাথে তুলনা করে অ্যাটর্নি জেনারেল দূরপাল্লার যানচলাচল স্বাভাবিক করতে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।

এ সময় তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বিএনপি জনগণকে অবরুদ্ধ করে রেখেছে। মানুষ পুড়িয়ে মারছে। কেবল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে তাদের সাথে আলোচনা হতে পারে।’

অন্যদিকে অ্যার্টনী জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যানবাহন চলাচলের ক্ষেত্রে বিজিবি, সেনাবাহিনীর সহায়তা নেয়া উচিত সরকারের।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top