সকল মেনু

বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহএস,আই মল্লিক, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরের জমি জবর দখল করে আব্দুল মোতালেব ও জহুরুল ইসলাম নামে দুই ব্যক্তি বিনা বাধায় বহুতল ভবন নির্মান করে যাচ্ছেন। এ ক্ষেত্রে জবর দাখলকারীরা পুলিশ ও আদালতের কোন আইনকে তোয়াক্কা করছে না। পরের ঘরবাড়ি পেশি শক্তি খাটিয়ে ভাংচুরসহ উচ্ছেদ করে মোতালেব ও জহুরুল আইন ভঙ্গের নজীর বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহরের কেপি বসু সড়কের বাসিন্দা রিনা সুলতানা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। রিনা সুলতানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী জিয়াউর রহমান। লিখিত বক্তেব্যে উল্ল্যেখ করা হয় ঝিনাইদহ মৌজার ৭১০ নং দাগে পৈত্রিক সুত্রে তারা সাড়ে চার শতক জমি সত্ববান হন। ১৯৬৮ সালে তাদের দাদা শাসছুদ্দিন মিয়া ইন্তেকাল করলে ১২ জন ওয়ারেশের উপর বর্তায়। পরবর্তীতে ১০জন ওয়ারেশ অভাব অনটনের কারণে সম্পত্তি বিক্রি করে দেন। বাকী দুই জন ওয়ারশে রেজাউল হক ও রওশনারা বেগম তাদের সম্পত্তি কখনও বিক্রি করেন নি। মুল জমির সাড়ে চার শতকের সাথে আরো ১.৩৯ শতক জমি ওই দাগে অতিরিক্ত থাকায় ভাগ বন্টন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ১৯৯২ সালে এ নিয়ে আদালতে মামলা হলে আদালত মৃত আরশাদ আলীতে ১.০২৫ শতক, শামছুল ইসলামকে ১.৮০, মৃত জামালকে  পয়েন্ট ৬৬, মৃত রেজাউলকে পয়েন্ট ৭৮ ও উক্ত দাগে অতিরিক্ত থাকা ১.৩৯সহ মোট ২.১৭ শতক দিয়ে মামলাটি নিস্পত্তি করের। লিখিত বক্তব্যে বলা হয়, আদালতের এই নিস্পত্তি মুলক রায়ের পর আলেয়ার ওয়ারেশগন আব্দুল মোতালেব ও জহুরুল ইসলাম তাদের বসতবাড়ি ও দোকান ভাংচুর করে মালামাল তছরুপ করে। এ অবস্থায় তারা আদালতের শ্মরনাপন্ন হলে আদালত দেওয়ানী কার্যবিধির ৩৯ রুলের ১ ও ১৫১ ধারা মতে আগামী ২২ ফেব্রয়ারী পর্যন্ত নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু নিষেধাজ্ঞা থাকার পরও রিনা সুলতানার পয়েন্ট ৪৪ শতক জমি জোর পুর্বক দখল করে বহুতল ভবন নির্মান করে চলেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানাকে সাধারণ ডায়েরীর মাধ্যমে অবগত, জবরদখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা চাওয়া হলেও পুলিশ রহস্য জনক আচরন করছে। আদালতের পরোয়না বাস্তবায়নেও পুলিশের মধ্যে শৈথিল্যতা দেখা দিচ্ছে বলে সাংবাদিকদের কাছে ভিযোগ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top