সকল মেনু

পরবর্তী আইফোনে স্যামসাং এর চিপ

39145_1আইফোনের পরবর্তী সংস্করণে স্যামসাং এর তৈরি চিপ ব্যবহার করা হবে। কোরিয়ার একটি সংবাদপত্র এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে অসমর্থিত একটি সূত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, আইফোনের পরবর্তী সংস্করণে ব্যবহৃত ৭৫ শতাংশ চিপ স্যামসাং তৈরি করে দেবে। তবে স্যামসাং এর সাথে আর কোন কোন কোম্পানি আইফোনের জন্য চিপ তৈরি করবে তা জানানো হয়নি। এই প্রসেসর চিপগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্যামসাং এর সেমিকন্ডাক্টর প্লান্টে তৈরি করা হবে।এ ব্যাপারে স্যামসাং এর সাথে যোগাযোগ করা হলে কোম্পানিটির একজন মুখপাত্র কোনরকম মন্তব্য করতে অস্বীকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top