সকল মেনু

বাংলাদেশী শ্রমিক নেবে সৌদি, রয়েল কোর্টে অনুমোদন

বাংলাদেশী শ্রমিক নেবে সৌদিনিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিয়াদ। রোববার এ বিষয়ক একটি প্রস্তাব মন্ত্রিসভায় পাস হওয়ার পর দেশটির রয়েল কোর্ট তা অনুমোদন দেন।

পরে সৌদির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামকে জানানো হয়।

তিনি জানান, সৌদি আরবে আবারো বাংলাদেশি শ্রমিকদের নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে আগামী এক সপ্তাহের মধ্যে রিয়াদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন।

এর আগে গত ১৮ জানুয়ারি সৌদি শ্রম মন্ত্রী ড. আদেল ফাকিহ এবং ১৯ জানুয়ারি ক্রাউন প্রিন্স মুক্রিন বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়। ২০০৮ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের ভিসা সুবিধা স্থগিত ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top