সকল মেনু

চট্টগ্রাম হবে গ্রীণ সিটি: গণপূর্তমন্ত্রী

চট্টগ্রামরোমান শেখ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীকে গ্রীণ সিটিতে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন।

চট্টগ্রামের মতো সুন্দর শহর পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশররফ বলেন, এখানে একদিকে সাগর এবং অন্যদিকে পাহাড়। সাগর ও পাহাড়কে কাজে লাগিয়ে চট্টগ্রামকে গ্রিণ সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে।

শনিবার নগরীর কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে যে বিপ্লব ঘটেছে কাজেম আলী স্কুল সেই বিপ্লবের অন্যতম সহযাত্রী। অতীতের সকল দুর্নাম ঘুচিয়ে এ প্রতিষ্ঠান এখন সারাদেশে গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিচ্ছে। ১৩০ বছরে এ প্রতিষ্ঠান জন্ম দিয়েছে অনেক রতœ-জ্ঞানী-গুণি ব্যক্তিত্ব। যারা দেশের নানা প্রান্তে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখছেন।

মহাজোট সরকারের নির্দেশনায় এ প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যারা এইপ্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রযাত্রায় বাধা দিবে তাদের পরিণাম ভাল হবে না বলে হুশিয়ারি প্রদান করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

সম্প্রতি চট্টগ্রামে গ্যাস সঙ্কটের সমাধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যে এলএনজির সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারা ও মিরসরাইয়ে দুটি ইকোনোমিক জোন গড়ে তোলার প্রক্রিয়া চলছে। এতে

চট্টগ্রাম সত্যিকারের গ্রিণ সিটিতে পরিণত হবে।

কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তি উদযান পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ ওমর ফারুক, জাপা নেতা সোলায়মান আলম শেঠ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, জাপা দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার, কাউন্সিলর আনজুমান আরা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top