সকল মেনু

ভোলার তজুমদ্দিনের মেঘনায় ৬ জেলে নিখোঁজ ॥ আহাজারি চলছে পরিবারগুলোতে

Pic--(1)--31--01--15ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরতে গিয়ে ৬ জেলে নিখোঁজ হয়েছে। দুই দিন পেরিয়ে গেলেও তাদের এখনও খোঁজ পাওয়া যায়নি। এতে নিখোঁজদের পরিবারে চলছে কান্না-আহাজারি।  নদীর তীরে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড তৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় জেলে ও নিখোঁজদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শাজাহান মাঝির ট্রলার নিয়ে ৬ জেলে মেঘনায় মাছ ধরছিলেন। রাত ১০/১১টার দিকে হঠাৎ নদীতে ঝড় ওঠে। ওই ঝড়ের কবলে পড়ে জেলেদের ট্রলার উল্টে ৬ জেলে নিখোঁজ হন। শনিবার রাতেও এসব জেলের সন্ধান মেলেনি।
শশীগঞ্জ স্লুইচ ঘাটের জেলে ফরিদ মাঝি, জাকির মাঝি ও ইলিয়াছ মাঝি জানান, বৃহস্পতিবার মধ্য রাতে মেঘনা নদীতে প্রচন্ড বাতাস হয়েছে। ঝড় হয়েছে, তবে কি কারণে ট্রলারটি ডুবেছে তা বলা যাচ্ছে না।
শুক্রবার দুপুরবেলা শশীগঞ্জ ঘাটের কবির মাঝী সোনার চর এলাকার মেঘনায় ডুবন্ত একটি নৌকা পেয়ে ঘাটে নিয়া আসে। নৌকাটি শরিফ মাঝির স্বজনরা সনাক্ত করলে ফোন বন্ধ পেয়ে চারদিকে খোজাখুজি শুরু হয়। নিখোঁজ জেলেরা হলো ১. শরিফ, পিতা-বেলু মাঝি, ২. ঘাসান, পিতা-খোকন, ৩. রাজিব, পিতা-শাজাহান পন্ডিত, ৪. আলাউদ্দিন, পিতা-জাফর, ৫. সিরাজ, পিতা-নাসির, ৬. হৃদয়, পিতা-হালিম। সবাই দড়ি চাদপুরের হাজিকান্দা এলাকায় বাসিন্দা। শুক্রবার রাত পর্যন্ত নিখোঁজ দের সন্ধান মিলেনি।
তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। তবে এখনও কারো সন্ধান মেলেনি। তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্বারে মনপুরাসহ অন্য থানার সাহায্য চাওয়া হয়েছে।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেনেন্ট মোঃ খালিদ জানান, জেলে ট্রলারটি ঝড়ে নাকি অন্য কারণে ডুবেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ উদ্ধারে কোস্টগার্ড নদীতে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top