সকল মেনু

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার চিত্র

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রএস,আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সেবার বেহাল দশা বিরাজ করছে। এখানে কর্মরত চিকিৎসকরা নির্ধারিত ৮ ঘন্টা ডিউটির এক ঘন্টাও স্বাস্থ্যকেন্দ্রে থাকেন না। সার্বক্ষণিক ব্যস্ত থাকেন প্রাইভেট ক্লিনিকে। অথচ বিষয়টি দেখার কেউ নেই, কারো যেন কিছু বলার নেই। কোটচাঁদপুর প্রায় ৪ লাখ জনগণের অধ্যুষিত উপজেলা। আর এই জনগণের চিকিৎসার জন্য এ স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার রয়েছে ২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১ জন, আরএমও ১ জন, প্যাথলজিস্ট ১জন, এ্যানেস্থেসিষ্ট ১জন, ইমও ১জন, মেডিকেল অফিসার ১ জন পাচলিয়া সাবসেন্টারে, জয়দিয়া সাবসেন্টারে ১জন, তালসার সাবসেন্টারে ১জন সহকারী সার্জন বলুহর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র সহকারী সার্জন এলাঙ্গী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ১জন, ইউএইচই আছে ৪ জন মোট ১৬টি পদের ডাক্তার রয়েছে। এতগুলো ডাক্তার থাকার পরও উপজেলার হতদরিদ্র রোগীরা চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অবসরে যাওয়ার জন্য ব্যস্ত থাকেন সবসময়। আর এই সুযোগে অন্যান্য ডাক্তাররা থাকেন ক্লিনিকে। হতদরিদ্র রোগীরা সকাল ৯টা থেকে চিকিৎসা সেবা নিতে এসে লাইনে দাড়িয়ে থেকে থেকে রোগ যন্ত্রণায় ছটফট করেন। অথচ ডাক্তার সাহেব আসেন বেলা ১১টার পর। ঘড়ির কাটা ১২টা ছোয়ার সাথে সাথেই আবার বেরিয়ে পড়েন প্রাইভেট ক্লিনিকের উদ্দেশ্যে। এই হলো এখানকার চিকিৎসকদের নিত্যদিনের সেবার নমুনা। অথচ সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে চলেছেন। জেলা সিভিল সার্জন অফিস থেকে মাঝে মধ্যে একটি টিম পরিদর্শনে আসলেও তারা চিকিৎসক ও ক্লিনিক মালিকদের নিকট থেকে নগদ সুবিধা আদায় করে চলে যান। ফলে এসব বাস্তব চিত্র তাদের চোখে পড়ে না। এ ব্যাপারে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি অচিরেই দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top