সকল মেনু

কুড়িগ্রামে ৫২জন ভূমিহীনকে ২৫ শতক করে কৃষি খাস জমি দেয় হল

Kurigram News Pic 31-01-2015ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বিতরণের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে চর জীবিকায়ন কর্মসূর্চী জীবিকার সহযোগীতায় শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। এ সময়  জেলা সদরের ৩টি ইউনিয়নের ৫২জন ভূমিহীনকে ২৫ শতক করে কৃষি খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এস এম আবু হোরায়রা, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জীবিকার পরিচালক মানিক চৌধূরী, সহকারী কমিশনার (ভূমি) এ বি এম রওশন কবীর প্রমূখ। বক্তারা বলেন, এ সব খাস জমির সর্বচ্চ ব্যবহার করে ভূমি হীনরা ঘুরে দাঁড়াতে পারবেন। উল্লেখ্য বেসরকারী সংস্থা জীবিকার চর জীবিকায়ন কর্মসূর্চী জেলা সদরের যাত্রাপুর ও হলোখানা ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এসব ভূমি হীনদের  খাস জামি পেতে সহায়াতা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top