সকল মেনু

এসএসএসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার

81947_5200নিজস্ব প্রতিবেদক : বিএনপি জোটের ডাকা হরতালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে কিনা- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রবিবার। শুক্রবার শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরীক্ষার কথা বিবেচনা করে ২০ দল কর্মসূচি প্রত্যহারের কোনো ঘোষণা দেয় কিনা- সেটার দিকে তাকিয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো। ওইদিনই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’ চলমান অবরোধের মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের।

তবে হরতাল থাকলে পরীক্ষা নেয়া সম্ভব নয় যোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

নির্ধারিত রুটিন অনুযায়ী, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে ১০ মার্চ। এরপর ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top