সকল মেনু

সরকারী হালট দখল করে পারটেক্স জুট মিলের প্রাচীর নির্মাণ

 লিটু সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত পারটেক্স জুট মিলস্ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৯.০১.২০১৫)দিনগত গভীর রাতে ১নং খাস খতিয়ানের সরকারী হালট দখল করে বাংলোর সিমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করে। বিষয়টি শুক্রবার সকালে এলাকাবাসী জানতে পেরে নির্মাণ কাজে বাধা দেয়। এসময় পারটেক্স গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং গুলি করার হুমকি দেন। এসময় উপস্থিত জনতা উত্তেজিত হলে রুবেল আজিজ দ্রুত তার বাংলোয় ফিরে যায়। জানা যায়, ডোবরা মৌজার ১৬৮৯ নং দাগে ১.৮৭ শতাংশ এবং ১৯৮৬ দাগে .৬৭ শতাংশ মোট ২.৫৪ শতাংশ ১নং খাস খতিয়ানের সরকারী হালট রুবেল আজিজের উপস্থিতিতে জবর-দখল করে ১৪টি আর সি সি কলাম তৈরী করেন। এসময় এলাকাবাসী কাজ বন্ধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি মিল কর্তৃপক্ষকে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এব্যাপারে ডোবরা গ্রামের আলম শেখ(৩০) জানান, ১নং খাস খতিয়ানের সরকারী হালটটি মিল কর্তৃপক্ষ যাতে দখল করতে না পারে সেজন্যে গত ২২.০৮.২০১৩ ইং তারিখে জনস্বার্থে আমি ফরিদপুর জজ কোর্টে একটি মামলা দায়ের করি। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মামলার বিষয়টি ও নির্মান কাজ বন্দের কথা বললে রুবেল আজিজ আমাকেসহ এলাকাবাসীদের অশ্লীল ভাষায় গালাগাল করে ও গুলি করার হুমকি দেন। ডোবরা গ্রামের বৃদ্ধ হাসেম মাতুব্বর(৭০) বলেন, ছোটবেলা থেকে এই জায়গাটি আমরা সরকারী হালট হিসাবে ব্যবহার করে আসছি। এখানে এক সময় ঘোড়া দৌড় হতো। এই হালট দিয়েই এলাকার কৃষকরা গরুর গাড়ী দিয়ে মাঠ থেকে ফসল আনা-নেওয়া করেন। অথচ মিল কর্তৃপক্ষ তাদের সিমানার বাইরে এসে হালট দখল করে নতুন সিমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করছে। এ ব্যাপারে পারটেক্স গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি। তবে  ডোবরা মিলের এ্যসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবুল গফুর বিশ্বাস বলেন, স্যার (রুবেল আজিজ) ইউএনও স্যারের সাথে কথা বলেছেন, ইউএনও স্যারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবারে সরেজমিনে তদন্ত করে বিষয়টির সমাধান করবে বলে জানিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা বলেন, ঘটনাটি জানার পর নির্মান কাজ বন্ধ করে দিয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top