সকল মেনু

রাজধানীতে ২ বাসে আগুন

81929_1111নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের অবরোধের ২৩ তম দিনে শুক্রবার রাজধানীতে দুটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর তিনটার দিকে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

শুক্রবার সকালে রাজধানীর তাঁতীবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে আটটার দিকে সদরঘাট থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় সহিংসতাকারীরা। গুলিস্তানের দিকে এগোলে ইংলিশ রোডে পৌঁছানোর পর তাতে আগুন দেয়া হয়। আগুন লাগার পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে যান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top