সকল মেনু

অবরোধ তুলে নিতে সুরঞ্জিতের আল্টিমেটাম

81930_shounjitরানৈতিক প্রতিবেদক : বিরোধী জোটের চলমান আন্দোলনকে ‘সহিংস’ হিসেবে আখ্যায়িত করে তা দু’ দিনের মধ্যে বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, সরকারেরও ধৈর্যে সীমা আছে। পরীক্ষার আগে সহিংস আন্দোলন বন্ধ না করলে ১৬ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা প্রহণ করতে বাধ্য হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা সামনে রেখে খালেদা জিয়াকে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, বিশ্বের কোন রাষ্ট্রে কেউ সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি, খালেদা জিয়াও পারবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top