সকল মেনু

চলমান অস্থিরতায় তৃতীয় শক্তির উত্থান হতে পারে

81851_Mohila-Porishodনিজস্ব প্রতিবদেক : বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে চলমান বিরোধের ফলে যে কোনো সময় তৃতীয় শক্তির উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের পরিচালক জনা গোস্বামী।

চলমান হরতাল-অবরোধে ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল-অবরোধে এ পর্যন্ত ৩৮ জন মারা গেছেন। এ ছাড়া ৭৬৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ২ লাখের বেশী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান অলস পড়ে আছে। এতে ২০ লাখেরও বেশী পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সব মিলিয়ে পরিবহন খাতে দৈনিক প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। পাঁচ দফায় রেলে নাশকতা করা হয়েছে। এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি বলেন, চলমান অবরোধের কারণে লাখ লাখ শিক্ষার্থীর জীবন আজ অনিশ্চিত হয়ে পড়েছে। বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে। সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থাও আজ চরম হুমকির মুখে।

জনা গোস্বামী বলেন, ‘দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে। তৈরি পোশাকসহ রফতানি শিল্প আজ ধ্বংসের পথে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নও অনিশ্চয়তায় রয়েছে।

রাজনৈতিক কর্মসূচির নামে নারী, শিশুসহ মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে জনা গোস্বামী বলেন, সরকারকে জনগণের জানমাল নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, য্গ্মু-সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top