সকল মেনু

প্রখ্যাত সাংবাদিক পথিক সাহার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

  হটনিউজ ডেস্ক,ঢাকা, ২৯ জানুয়ারি : বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক, ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক পথিক সাহার ৪র্থ মৃত্যুবার্ষিকী। পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। এ উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর পুরান পল্টনের কমরেড মণি সিংহ সড়কে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ‘স্বাধীনতার ৪৩ বছর : জাতির প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ’ এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. নুহ উল আলম লেনিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জমান রতন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, আয়োজক সংগঠনের সহসভাপতি শাহনেওয়াজ দুলাল, পথিক সাহার বড় ভাই শিক্ষক প্রণয় সাহা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ ও সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভুইয়া। বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের সাড়ে ৪ দশকেও মুক্তিযুদ্ধের সব আকাঙ্খা পূরণ হয়নি। শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কায়েমের লড়াই এখনো চলছে। তবে দীর্ঘ পথপরিক্রমায় স্বাধীন বাংলাদেশের অর্জনও কম নয়। কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকরা দেশকে সংঘাতময় করে তুলছে। তারা রাষ্ট্রক্ষমতার লোভে যানবাহনে পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যাসহ হরতাল-অবরোধের নামে জনগণকে জিম্মি করে দেশকে অসাংবিধানিক ধারায় নিয়ে যেতে চায়। তাই দেশকে স্থিতিশীল রেখে জন-আকাঙ্খা পূরণের জন্য সর্বাগ্রে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি নির্মূল করা অপরিহার্য হয়ে পড়েছে। পথিক সাহা আমৃত্যু এসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে গেছেন। সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পিটিবিনিউজ২৪.কম এর প্রধান সম্পাদক আশীষ কুমার দে’র উপস্থাপনায় অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের আঞ্চলিক সমন্বয়ক মুর্শিকুল ইসলাম শিমুল। শুরুতে খেলাঘরের শিশু-শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। পথিক সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যবৃন্দসহ উপস্থিত বিশেষ্টজনেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top