সকল মেনু

সাতক্ষীরায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার রফিকুল নিহত

মাহমুদ হাসান  : পাটকেলঘাটা থানাধীন অভয়তলা নামক স্থানে পুলিশ ও ডাকাতদলের সাথে বন্দুক যুদ্ধে ১জন ডাকাত সর্দার নিহত এবং ২জন পুলিশ আহত হন। উক্ত অভিযানে ১টি শার্টারগান ও ১খানা চাপাতি উদ্ধার করা হয়েছে।ইং ২৮/০১/২০১৫ তারিখ রাত্র অনুমান ০৩:৩৫ ঘটিকার সময় পাটকেলঘাটা থানার পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আন্তঃজেলার ডাকাত সর্দ্দার মোঃ রফিকুল ইসলাম (৩৭), পিতা- মৃত বাবর আলী, সাং- নোয়াকাঠি, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা এর স্বীকারোক্তি মোতাবেক পাটকেলঘাটা থানাধীন অভয়তলা নামক স্থানে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ডাকাত দলের সদস্যরা তাকে ছিনিয়ে নেগয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষণ ওঃ বোমা বিস্ফোরন ঘটায়, পুলিশ জান মাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে । পুলিশ ও ডাকাত দলের মধ্যে অনুমান ১৫/২০ মিনিট যাবত গুলি বিনিময় চলে । গোলাগুলির সময় ডাকাতদের করা গুলিতে ডাকাত সর্দ্দার রফিকুল ইসলাম গুলি বিদ্ধ হয় এবং কং/৫৯২ কবির হোসেন ও কং/৬৩০ মোঃ আজিবুর রহমান আহত হয় । ঘটনাস্থল হতে ১টি শার্টারগান, ১টি চাপাতি, তাজা গুলি ২টি এবং গুলির খোসা ১টি উদ্ধার করা হয় । আহত পুলিশ সদস্য ও ডাকাত সর্দ্দার রফিকুলকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় অদ্য ভোর ০৫.০০ ঘটিকার সময় ডাকাত সর্দ্দার রফিকুল ইসলাম মৃত্যু বরণ করে । ডাকাত সর্দ্দার রফিকুল এর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা নং-২, তারিখ-০৭/০১/১৫খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পিসি এবং মামলা নং-৯, তারিখ- ২২/০১/১৫খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পিসি, যশোর জেলার কেশবপুর থানার মামলা নং-১৪, তারিখ- ১২/০৯/১৩খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পিসি, মামল নং-৯, তারিখ-৯/০১/১৪খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পিসি, মামলা নং-১৩, তারিখ-২১/১০/১৪খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পিসি, বাঘারপাড়া থানার মামলা নং-২১, তারিখ-২৬/০৮/১৪খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পিসি এবং মনিরামপুর থানার মামলা নং-৩, তারিখ-৩/০৮/১৪খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পিসি কলারোয়া থানায় ১টি অভয়নগর থানায় ১টি সর্বমোট ৯টি মামলার এজাহারভূক্ত আসামী । ইহা ছাড়াও আরো ডাতাতি মামলা রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায় । সে একজন আন্তঃজেলা ডাকাত দলের সর্দ্দার ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top