সকল মেনু

‘রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে’

প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে আর্মি মেডিকেল কোরের ৮শ৭৮ জন নারী সৈনিকের প্রথম ব্যাচের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এই চ্যালেঞ্জিং পেশায় নারীদের সুযোগ দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেয়া হয়েছে, বিনামূল্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি দেয়ায় নারী শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর জাতীর পিতা সর্বপ্রথম নারী শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করে দিয়েছিলেন।’

নারীদের উন্নয়নে সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার নারী উন্নয়ন নীতি ২০১১ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন ২০১০ প্রণয়ন করেছে, বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৪০ টি মন্ত্রণালয়ে জেন্ডার সেন্সেটিভ বাজেট আজ বাংলাদেশে তৈরি হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর পেশাদার চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমরা ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছি, আর্মি মেডিকেল কলেজে মহিলা অফিসারের পাশাপাশি ৯৬ সালে ক্ষমতায় আসার পর অন্যান্য কোরেও আমরা মহিলা অফিসার নিয়োগ শুরু করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top